ডেবরা, পশ্চিম মেদিনীপুর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর, গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়োতলা এলাকায়। স্থানীয় সূত্রে ও পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষেই ঘটেছে দুর্ঘটনাটি।
জানা গেছে, টাবাগেড়িয়ার দিক থেকে একটি যাত্রীবোঝাই বাস যাচ্ছিল ডেবরার দিকে। অন্যদিকে, ডেবরা থেকে টাবাগেড়িয়ার দিকে যাচ্ছিল তিনজন আরোহীসহ একটি বাইক। মাড়োতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়েন রাস্তায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের। স্থানীয়রা দ্রুত অপর দু’জনকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পথদুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ডেবরা থানার ট্রাফিক ওসি সহ পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ই