Cyber Fraud: কলসেন্টারের আড়ালে কোটি টাকার সাইবার প্রতারণা চক্র! পাঁশকুড়া পুলিশের জালে মূল পান্ডা

Cyber Fraud: অভিনব সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পাঁশকুড়া পুলিশ! কল সেন্টারের নামে চলত সাইবার জালিয়াতি—এই অভিযোগে ১৮ জন মহিলা কর্মী সহ মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গ্রেফতার করেছে পাঁশকুড়া ও দমদম থানার পুলিশ।

কিভাবে চলত এই প্রতারণা?

অপরিচিত নম্বর থেকে ফোন আসলেই কখনো নিঃসঙ্গতা কাটানোর প্রস্তাব, কখনো চাকরির নামে রেজিস্ট্রেশন ফি চাওয়া—এই কৌশলেই প্রতারিত হয়েছে বহু মানুষ। পাঁশকুড়ার তাপস হাজরা পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়ি বসে কাজের প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ ৮৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। এরপরই তদন্তে নামে পুলিশ।

সোমবার, পাঁশকুড়া ও দমদম থানার পুলিশ যৌথভাবে মতিলাল কলোনিতে অভিযান চালায়। সেখানে দেখা যায়, কলসেন্টারের আড়ালে রমরমিয়ে চলত সাইবার প্রতারণার ব্যবসা।

গ্রেফতার হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনের নামে দমদম থানায় সুয়োমোটো কেস দায়ের হয়েছে। প্রধান অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে মঙ্গলবার তমলুক আদালতে পেশ করা হয়েছে। পুলিশি জেরায় মুখ খুলতে নারাজ ঘনশ্যাম। তিনি শুধু বলেন— “এফআইআর হয়েছে! কী হয়েছে দেখে নিন!!”

অপরদিকে পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক ফোন কল এবং লোভনীয় অফারের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

160,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

Tab Scam: পূর্ব বর্ধমানে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাবের টাকা লোপাট, আরও ৪ জন গ্রেপ্তার

পূর্ব বর্ধমানে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাবের জন্য বরাদ্দ সরকারি...
WhatsApp