অমিত খিলাড়ি, সবং: সিসিটিভি ফুটেজের সঠিক ব্যবহার কীভাবে দ্রুত অপরাধ রুখতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ মিলল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। চুরি ঘটনার এক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীকে পাকড়াও করে নজির গড়ল সবং থানার পুলিশ। ঘটনা সবং ব্লকের ১২ নম্বর বুড়াল অঞ্চলের বড়জগু এলাকায়। একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে গভীর রাতে এসবেস্টার ভেঙে চুরিতে মেতে ওঠে এক দল দুষ্কৃতী। দোকানের একাধিক জিনিসপত্র লুঠ করে তারা।
ঘটনার পর, দোকানের মালিক কৃষ্ণ গোপাল মান্না তড়িঘড়ি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মাত্র এক ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নুরুল সেক-কে। জানা গিয়েছে, সে ওই বুড়াল অঞ্চল এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নুরুল ও আরও দুই সহযোগী মিলে আগে থেকেই পরিকল্পনা করেছিল এই চুরির। দোকানের পাশের চায়ের দোকানে বসেই চুরির ছক কষে তারা। এরপর চুরি করে ভোরবেলায় পিংলা এলাকার একটি গোডাউনে বিক্রি করে জিনিসপত্র।

চুরির খবর পেতেই একাধিক সোর্স মারফত তথ্য জোগাড় শুরু করে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে চক্রে জড়িত আরও কয়েকজনকে ধরার চেষ্টা চলছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন BNS 305(a) ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃত নুরুল সেক-কে মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।