ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নামে নামাঙ্কিত একটি ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘জুলাই ৩৬’। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। এই নাম পরিবর্তন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বাংলাদেশের পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি ছাত্রীনিবাসের নাম ছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস। জানা গেছে, সুচিত্রা সেনের জন্মস্থান ছিল পাবনাতেই। তাই তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে ছাত্রীনিবাসটির নাম তাঁর নামে রাখা হয়েছিল। তবে সেই নাম মুছে দিয়ে এখন নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’। এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই মনে করছেন অনেকে।
সূত্রের খবর, বর্তমান সরকারের একাংশ সুচিত্রা সেনের ভারতীয় পরিচিতির কারণেই তাঁর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনও মন্তব্য মেলেনি।
ভারতের সাংস্কৃতিক মহল ও সাধারণ মানুষ এই ঘটনাকে ‘মহানায়িকার অবমাননা’ বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, ইতিহাস মুছে ফেলা যায় না, বরং এমন পদক্ষেপে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুচিত্রা সেন শুধু বাংলাদেশ বা ভারতের নন, তিনি ছিলেন সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের অহংকার। এমন একটি নামকে ছাত্রীনিবাস থেকে সরিয়ে দেওয়া নিঃসন্দেহে ভাবনার বিষয়।