২০২৪ সালে রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের বেতন ১০০০ টাকা করে বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার ২০২৫ সালের বাজেটে আবারও বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ১ লাখেরও বেশি সিভিক ভলান্টিয়ার কাজ করছেন। তাঁরা ট্র্যাফিক নিয়ন্ত্রণ, ছোটখাটো আইন-শৃঙ্খলার বিষয় এবং জনসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের বর্তমান বেতন ১০,০০০ টাকা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে ১২,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।
গত ২০২৪এর বাজেটে তাঁদের বেতন ৮০০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ বা ১০০০০ করা হয়েছিল। কিন্তু চলতি বছরের বাজেটে অর্থাৎ ২০২৫-এর প্রস্তাবিত বাজেটে এই খাতে কোনও বরাদ্দ রাখা হয়নি, যার ফলে অসন্তোষ বাড়ে সিভিক ভলান্টিয়ারদের বেতন নিয়ে। তবে নবান্ন সূত্রে খবর, এবার ভোটের আগে এই শ্রেণির কর্মীদের জন্য সুখবর আসতে পারে। সূত্র বলছে, সিভিক ভলান্টিয়ারদের বেতন আরও ১০০০ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নতুন বেতন দাঁড়াতে পারে ১১,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে শুধু সিভিক কর্মীরাই নন, রাজ্যের বিরোধী দলগুলিও এই ইস্যুতে সক্রিয় হতে পারে। কারণ নির্বাচনের আগে বেতন বৃদ্ধি করলে সরকারের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কিছু সংগঠন ইতিমধ্যেই দাবি জানিয়েছে সিভিকদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়ার জন্য। যদিও এ বিষয় নিয়ে এখনও রাজ্য সরকারের কোনও মন্তব্য করেনি।