মেদিনীপুর, ২৪মে শনিবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানিচটি এলাকায় এক লটারি ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দু’জন দুষ্কৃতি। আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ীর নাম সুরজিৎ সাউ, এই ঘটনার পরথেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে ফুটপাতে দোকান বসানো নিয়ে পাশের এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে তাঁর বচসা বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ওই ফাস্টফুডের দোকানটিকে সরিয়ে দেয়। আরো পরিবারের অভিযোগ, সেই ঘটনার পর রাগের বসে হয়তো আজ দুপুরে সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়সূত্রে খবর, দুপুরের দিকে আচমকা একটি বাইকে করে দুই যুবক আসে এবং সুরজিৎ সাউ এর উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে গুরুতর অবস্থায় সুরজিৎকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পরে তদন্ত নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। এবং এলাকায় সুরক্ষা বাড়ানোর জন্য বসানো হয়েছে নজরদারির ক্যামেরা, খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ। তবে এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ওপরদিকে এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, ও পুলিশের কাছে নিরাপত্তা নিয়ে দাবি তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা।