ডেবরা: জাতীয় সড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। রবিবার সকালবেলা ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এক ক্লিকে সব খবর Join
এক ক্লিকে সব খবর, সবার আগে Join
এক ক্লিকে সব খবরJoin
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরফরাজ সর্দ্দার (বয়স আনুমানিক ২৭), যিনি হাওড়া জেলার সাঁকরাইল থানা এলাকার বাসিন্দা, তিনি রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।
ঘটনার পরেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।