মেদিনীপুর: ২৩ মে — মেদিনীপুর শহরের ব্যস্ত মহতাবপুর এলাকায় ঘটে গেল এক রীতিমতো সিনেমার মতো ঘটনা। দুপুরবেলায় যাত্রীবোঝাই একটি বাসে আচমকা হামলা চালায় পাঁচ বাইক আরোহী দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুষ্কৃতীরা বাসচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে বাস থামায়, তারপর এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। দিব্যদিবালোকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়ায় মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
অভিযোগ, শুক্রবার দুপুরে মেদিনীপুর থেকে গোপীবল্লভপুরগামী একটি যাত্রীবোঝাই বাস মহতাবপুর এলাকায় পৌঁছতেই মোটরবাইকে করে আসা পাঁচজন দুষ্কৃতী সেটিকে থামায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই দুষ্কৃতী বাসে উঠে বাসচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে বাস থামায় এবং এক যাত্রীর হাত থেকে জোর করে ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর বন্দুক উঁচিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। সূত্রের খবর, যে যাত্রীর ব্যাগ ছিনতাই হয়, তিনি বাস থেকে নামেননি।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ। পৌঁছন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানও। তিনি জানান, “প্রত্যক্ষদর্শীদের থেকে সম্পূর্ণ বিবরণ শুনেছি। মেদিনীপুর শহরে এমন ঘটনা আগে ঘটেনি। সবাই ভীষণ আতঙ্কিত।”
তবে ছিনতাইয়ের অভিযোগে ধোঁয়াশা! সূত্রের খবর, পুলিশ পৌঁছনোর আগেই বাসটি সেখান থেকে চলে যায়। এবং পরে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘এই ঘটনায় আমরা একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছি। ওই সময়ে যে বাসটিকে থামানো হয়েছিল বলে অভিযোগ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই মেদিনীপুর-গোপীবল্লভপুর বাসটিকে আমরা চিহ্নিত করেছি। সেই বাসের মালিক ও চালকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তাঁরা এমন কোনও অভিযোগ করেননি। ছিনতাইয়ের লিখিত অভিযোগও আমরা পাইনি। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করে থাকে, পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
একদিকে ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য, অন্যদিকে পুলিশের কাছে অভিযোগ না থাকায় রহস্য দানা বাঁধছে। ঘটনাটিকে ঘিরে শহরের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন— সত্যিই কি ঘটেছে ছিনতাই, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য?