দীঘা: উদ্বোধনের আর হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি। দীঘার পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত খুলতে চলেছে জগন্নাথ মন্দির। কিন্তু সেই আনন্দের আবহেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরের সুউচ্চ গেটে রঙের কাজ করার সময় হঠাৎই হাত ফসকে প্রায় ১৫ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান এক নির্মাণ শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো না থাকায়, তাঁকে রেফার করা হয় তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর, তমলুকে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয় গ্রিন করিডোর। পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য আধিকারিক ও CMOH-এর তত্ত্বাবধানে দ্রুত শ্রমিকটিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ICU-তে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। মাথা ও মেরুদণ্ডে গুরুতর চোট রয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশ জানান, কাজের জায়গায় নিরাপত্তার ঘাটতি ছিল। এত উঁচুতে কাজ করলেও সুরক্ষার প্রাথমিক ব্যবস্থা মেনেই উঠতে পারেনি নির্মাণ সংস্থা, এমনটাই অভিযোগ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ মন্দির ঘিরে দীঘায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। রাজ্য সরকারের উদ্যোগে এই মন্দির তৈরি হচ্ছে পর্যটন উন্নয়নের লক্ষ্যে। কিন্তু উদ্বোধনের ঠিক আগে এই দুর্ঘটনা তৈরি করল তীব্র চাঞ্চল্য। আপাতত সকলের একটাই প্রার্থনা—আহত শ্রমিকটি যেন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারেন।