পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ফের ছড়াল আতঙ্ক। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন ভাতমোড় এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। মেদিনীপুর থেকে লালগড়গামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে সূত্রের খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিস টাইমে বাসের গতিবেগ বেশ দ্রুত ছিল। ভাতমোড় ঢোকার মুখে একটি তীব্র বাঁক ঘোরার সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি রাস্তায় গড়াতে গড়াতে পাশের খোলা জমিতে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। আহতদের তৎক্ষণাৎ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনো পর্যন্ত কারোর অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বাসের গতি বেশি থাকাতেই সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করার কাজ চলছে। এই ঘটনা ফের একবার রাজ্য সড়কে যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে বড় প্রশ্ন তুলে দিল।