পুলিশের ইউনিফর্ম পরে রীতিমতো তোলাবাজি! তাও আবার পুলিশেরই এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা এলাকায়। কসবা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সিভিক ভলান্টিয়ার নীরজ সিং-কে গ্রেফতার করে, যিনি প্রগতি ময়দান থানায় কর্মরত। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে নীরজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার স্থানীয় বাসিন্দারা ১০০ নম্বরে ফোন করেন। তাঁরা জানান, ওই এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে এক সিভিক ভলান্টিয়ার রীতিমতো তোলাবাজি করছেন। দোকানদার, বাইক আরোহী, গাড়ি চালকদের কাছ থেকে টাকা তুলছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় হানা দেয়। এবং নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনা কিন্তু নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ আগেও উঠেছে। কিছুদিন আগে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে ঘিরে বিতর্ক তৈরি হয়। একের পর এক এমন ঘটনা সামনে আসায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।