ডেবরা, অমিত খিলাড়ি:— একটা অসুস্থ শরীর, ক্যান্সারের সাথে লড়াই, ব্যক্তিগত সমস্যার পাহাড়—সবকিছু নিয়েই সাহায্যের আশায় এসেছিলেন বিডিও অফিসে। কিন্তু কে জানতো, সেই সাহায্যের পথেই আবার এক নতুন বিপদের সম্মুখীন হবেন তিনি?
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জালিমন্দ অঞ্চলের সাইতল এলাকার বাসিন্দা, ৬৩ বছর বয়সের গোলাপি সরেন নামের এক বৃদ্ধা, নিজের সমস্যা নিয়ে পৌঁছেছিলেন ডেবরা বিডিও অফিসে। কিন্তু অফিস চত্বরে ঢুকতেই আচমকা মাথা ঘুরে পড়ে যান তিনি। কোনো আত্মীয়-পরিজন ছিল না পাশে, মুহূর্তের মধ্যে সবার চোখের সামনে অসহায় হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা।
ঠিক তখনই মানবিকতার পরিচয় দেন ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। রাজনীতির রঙ ভুলে, মানুষ হয়ে পাশে দাঁড়ান তিনি। এক মুহূর্তও দেরি না করে ছুটে যান অসুস্থ মহিলার দিকে। এবং তাকে উদ্ধার করে স্থানীয় অঞ্চল অফিসের ঘরে নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসান। জল দিয়ে মাথা মুছে দেন।

পরে জানা যায়, ওই বৃদ্ধা ক্যান্সারে আক্রান্ত, এবং বর্তমানে তার কেমোথেরাপি চলছে। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে মানসিক উদ্বেগ—এই অবস্থাতেই এসেছিলেন সরকারি সাহায্যের আশায়।
সহ-সভাপতি প্রদীপ কর বিষয়টি জানার পর বুঝতে পারেন, সময় নষ্ট করলে বড় বিপদ হতে পারে। তাই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে, তৎক্ষণাৎ বিডিও অফিসের গাড়িতে করে ওই বয়স্ক মহিলাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান।
ঘটনার পর তিনি জানান—”আমরা রাজনীতি করি মানুষের জন্য। ওনার চোখে যে অসহায়ত্ব দেখেছি, তা আর আমি কোনো সময় ভুলতে পারব না। যতটুকু পারি, মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
এই ঘটনা আরও একবার প্রমাণ করল—ক্ষমতার থেকেও বড় মানবিকতা। রাজনীতি নয়, মানবতা আগে।