বাম আমল থেকেই পরিকল্পনা ছিল। সেই মতো ধাপে ধাপে চলছিল কাজ। তবে গতি ছিল কম। অবশেষে পশ্চিম মেদিনীপুরের বেলদায় নির্মিত দ্বিতল বিশিষ্ট অত্যাধুনিক বাতানুকূল অডিটোরিয়ামের শুভ সূচনা হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুরে আসন্ন প্রশাসনিক বৈঠক থেকেই হতে পারে বেলদা অডিটোরিয়ামের উদ্বোধন। ইতিমধ্যেই অডিটোরিয়ামের সমস্ত নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। এই অডিটোরিয়াম চালু হলে, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা হয়ে উঠতে চলেছে সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল কয়েক দশক আগে। মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। দীর্ঘ সময় ধরে অডিটোরিয়ামের নির্মাণাধীন ভবনটি হয়ে ওঠে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর। কিন্তু নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর নিজ উদ্যোগে প্রশাসনের বিভিন্ন স্তরে তদবির শুরু করেন। তাঁর চেষ্টাতেই ফের গতি পায় কাজ এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ হয় অডিটোরিয়াম নির্মাণ।
সূত্রের খবর, এই দ্বিতল অডিটোরিয়ামে একসঙ্গে কয়েক হাজার মানুষ বসতে পারবেন। থাকবে আধুনিক ভেন্টিলেশন ও সম্পূর্ণ বাতানুকূল পরিবেশ, বৃহৎ মঞ্চ, উচ্চমানের সাউন্ড সিস্টেম এবং অত্যাধুনিক আলো ব্যবস্থা। ফলে অডিটোরিয়ামটি হয়ে উঠবে রাজনৈতিক সভা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান – সব কিছুর এক উপযুক্ত মঞ্চ। বিভিন্ন সংগঠন যেগুলি এতদিন রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান করতে বাধ্য হতো, এখন তারা স্বাচ্ছন্দে এই অডিটোরিয়ামে আয়োজন করতে পারবে তাদের অনুষ্ঠান।
আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হতে পারে এই ঐতিহাসিক অডিটোরিয়ামের শুভ সূচনা। পশ্চিম মেদিনীপুরে সংস্কৃতি চর্চা এবং সামাজিক-রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে এটি যে এক নতুন দিগন্ত খুলে দেবে, তা বলাই যায়।