ডেবরা: শনিবার সকালের নিস্তব্ধতা চিরে বিকট শব্দে ঘুম ভাঙলো পশ্চিম মেদিনীপুরের ডেবরাবাসীর। সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আচমকা এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ডেবরার কল্যাণপুর এলাকা। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের ডেবরা টোল প্লাজার একটু আগে, এক গ্যারেজে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যারেজে একটি গ্যাস ট্যাঙ্কারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা – হঠাৎই বিস্ফোরিত হয় ওই গ্যাসট্যাঙ্কার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়িঘরের জানালা-দরজা কেঁপে ওঠে, এমনকি এক কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয় তার অভিঘাত।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ডেবরা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল। আ/হ/ত দের মধ্যে পাঁচজনকে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে পরিস্থিতি এখনও থমথমে। কীভাবে এই বিস্ফোরণ ঘটলো, তা খতিয়ে দেখছে ডেবরা পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই ট্যাংকারে গ্যাস থাকাকালীন কাজ করার জন্যই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।