হাওড়া: যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের। হাওড়া-পুরী রুটে চলা জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেস (22895/22896) এখন থেকে ১৬ কোচ নয়, চলবে ২০টি কোচ নিয়ে। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই এই পরিবর্তন কার্যকর হয়েছে।
যাত্রীদের জন্য বেশি আসনের সুযোগ
এই নতুন ব্যবস্থায় যুক্ত হয়েছে ৪টি অতিরিক্ত কোচ—যার মধ্যে রয়েছে ২টি এক্সিকিউটিভ ক্লাস কোচ এবং ২টি এসি চেয়ার কার। ফলে, এখন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে ২টি এক্সিকিউটিভ ক্লাস ও ১৮টি এসি চেয়ার কার কোচ। ফলে আসনসংখ্যা বাড়ায় উপকৃত হবেন বহু যাত্রী, বিশেষত ছুটি ও উৎসবের সময় যাঁরা ভ্রমণ করেন।
রেলের তরফে বড় ঘোষণা
দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, “উৎসব, গ্রীষ্মকালীন ছুটি এবং পর্যটন মরসুমে হাওড়া-পুরী রুটে যাত্রীদের চাপ অনেকটাই বেড়ে যায়। যাত্রীদের সুবিধার্থে এই বাড়তি কোচ সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যাত্রীর চাপ সামলাতে রেলের উদ্যোগ
উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম আধুনিক ও দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, যা শুরু থেকেই যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। উন্নত পরিষেবা ও আরামদায়ক যাত্রার জন্য এই ট্রেন এখন আরও অধিক যাত্রীর চাহিদা পূরণে সক্ষম।
রেলপ্রেমীদের কাছে গর্বের বিষয়
এই সিদ্ধান্তে রেলপ্রেমীদের যেমন আনন্দ, তেমনই যাত্রীদের জন্যও বড় স্বস্তির খবর। ২০ কোচের বন্দে ভারত এখন পূর্ব ভারতের অন্যতম গর্বের ট্রেন। ভবিষ্যতেও এই ধরনের উন্নত পরিষেবা পেতে আশাবাদী যাত্রীরা।