স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে এবারের আইপিএলে অনেক বিদেশি ক্রিকেটারই শেষ মুহূর্তে ভারত সফর থেকে পিছিয়ে যান। এতে বিশেষ সমস্যায় পড়ে যায় প্লে-অফের দৌড়ে থাকা একাধিক দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। দলের নির্ভরযোগ্য অজি পেসার জশ হ্যাজলউড (Josh Hazlewood) আগেই জানিয়েছিলেন, তিনি ভারতে আসতে পারবেন না।
তবে এখন ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে আরসিবি। ক্রিকেট মহলে জোর জল্পনা— হ্যাজলউড আবারও আইপিএলে ফিরতে পারেন। সূত্রের খবর, তিনি প্লে-অফ ম্যাচগুলির জন্য ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন, যদিও তাঁর আগমনের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
হ্যাজলউড ফিরলে বেঙ্গালুরুর শক্তি দ্বিগুণ হবে কারণ, আইপিএলের মতো টুর্নামেন্টে অভিজ্ঞ বিদেশি পেসারের উপস্থিতি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। আর হ্যাজলউড ফিরলে আরসিবির বোলিং লাইনআপ অনেকটাই ভারসাম্য পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

টিম সূত্রের খবর দলের এক সিনিয়র অফিসিয়াল জানান, “আমরা এখনও তাঁর চূড়ান্ত টিকিট বা অনুমোদনের অপেক্ষায় আছি। তবে সবকিছু ঠিক থাকলে হ্যাজলউড প্লে-অফে দলে যোগ দিতে পারেন।” আরসিবি ফ্যানদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।