Paschim Medinipur: ডেবরাতে রাস্তার দাবিতে তৃণমূল প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

অমিত খিলাড়ি, ডেবরা : ডেবরা ব্লকের ৫/২ অঞ্চলের কিশমত ডেবরা এলাকায় রাস্তার বেহাল দশা নিয়ে ফের সরব হলেন স্থানীয় বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে রাস্তার পরিস্থিতি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেছেন এলাকাবাসীরা।

তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিডিও, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এমনকি জেলা প্রশাসক (ডিএম) অফিস ও “দিদিকে বলো” কর্মসূচিতে অভিযোগ জানানোর পরও সমস্যার কোনো সুরাহা হয়নি। রাস্তায় খানাখন্দের কারণে সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে সেতু মেরামত এবং রাস্তার সংস্কারের কাজ শুরু না হলে তারা তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও চালিয়ে যাবেন। বিক্ষোভকারীদের দাবি, এবার তাদের দাবিকে উপেক্ষা করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

এই বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীদের দাবি আদায়ের জন্য এ ধরনের আন্দোলন যে আরও তীব্র হবে, তার ইঙ্গিত মিলেছে।

পঞ্চায়েত প্রধান তনুশ্রী দোলাই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্লক, জেলা, এবং রাজ্যস্তরে চিঠি দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে। তবে রাস্তাটির দূরত্ব বেশি হওয়ায় এটি ১৫তম অর্থ কমিশনের (15th Finance Commission) বরাদ্দ অর্থে নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও জানান, এই রাস্তা মেরামতের দায়িত্ব জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির হাতে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে পুনরায় আবেদন জানানো হয়েছে।

WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

160,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে সবংয়ের ভয়াবহ পথদু*র্ঘটনা: মৃ*ত্যু ২, আ*হত ২

অমিত খিলাড়ি, সবং : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে...

সবংয়ে রমরমিয়ে গাঁজা চাষ: পুলিশের অভিযানে নষ্ট লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফসল

অমিত খিলাড়ি, সবং: সবংয়ের মোহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর...

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আকুই পূর্ব পাড়ায় ৫৫ বছরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা

বাঁকুড়া: বাঙালির জীবনে পূজা পার্বণের কোনো শেষ নেই। দুর্গা...

Paschim Medinipur: ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজে পূর্ত দপ্তরের সবুজ সংকেত

অমিত খিলাড়ি, সবং: সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজ শুরু করার...

ডেবরায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ নন্দাইগাজনের ১৯ বছরের গৃহবধূ

অমিত খিলাড়ি, ডেবরা: শিবের মাথায় জল ঢালতে এসে নিখোঁজ...
WhatsApp