পিংলা, অমিত খিলাড়ি: লরি দুর্ঘটনা—সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত হাজরাবাগান এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাছের খাদ্যবোঝাই একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একের পর এক দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি মুন্ডুমারি দিক থেকে ময়নার দিকে যাচ্ছিল। ময়না-মুন্ডুমারি রাজ্য সড়কের হাজরাবাগান এলাকায় পৌঁছনোর পর আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এবং সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা দোকানগুলিতে। সেই সময় দোকানগুলির ভিতরে কেউ না থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি সম্ভবত অতিরিক্ত ওজন বহন করছিল। ওভারলোড থাকার ফলেই ব্রেক ফেল করে এমন বিপর্যয় ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। উদ্ধারকার্য শুরু করে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে। বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় প্রায়শই বড় বড় গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে। বারবার বলা সত্ত্বেও প্রশাসনের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনা ফের সেই অব্যবস্থার দিকেই আঙুল তুলছে।