নিজস্ব প্রতিবেদন: রাজ্যের কর্মীদের DA (ডিএ) বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস লড়ছে সরকার। আর এই মামলা লড়তেই অভিষেক মনু সিংভির মতো হাই-প্রোফাইল আইনজীবীদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়েছে—এমনই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।
নবান্নের অর্থদপ্তরের কাছে RTI দায় করে তাঁরা জানতে চেয়েছে, ঠিক কত টাকা খরচ করা হয়েছে মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীদের পারিশ্রমিকে? তথ্য চাইছে জনগণ, কিন্তু সরকার নীরব।
RTI-তে জানতে চাওয়া হয়েছে:
১। কারা কারা নিয়োজিত ছিলেন এই মামলায়?
২। কাকে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়েছে?
৩। কোন খাতে থেকে এই টাকা দেওয়া হয়েছে?
এদিকে, রাজ্য সরকার দাবি করছে, ৫০% DA দিলে কোষাগার নাকি ফাঁকা হয়ে যাবে। তাহলে আইনি লড়াইয়ে এত কোটি কোটি টাকা খরচ করল কোথা থেকে? এই নিয়েই প্রশ্ন তুলছে সংগ্রামী যৌথ মঞ্চ।
তাদের মতে, “রাজ্য সরকার একদিকে বলছে অর্থ নেই, আর অন্যদিকে সুপ্রিম কোর্টে কোটি টাকার লড়াই লড়ছে! এই টাকা কি জনগণের? তাহলে জনগণেরই অধিকার রয়েছে জানার।” এই RTI ঘিরে এখন রাজনৈতিক মহলেও শোরগোল। সূত্রের খবর, তথ্য না দিলে তারা জনমত তৈরি করে বৃহত্তর আন্দোলনে নামবে।