ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে মহম্মদ শামিকে হয়তো দলে দেখা যাবে না। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নির্বাচকরা শামিকে নিয়ে খুব একটা আশাবাদী নন। সূত্রের খবর, বিশ্বকাপের পর থেকে চোট কাটিয়ে উঠলেও, তিনি এখনও টেস্ট ম্যাচের মতো দীর্ঘ ফরম্যাটের জন্য পুরোপুরি প্রস্তুত নন।
বোর্ডের চিকিৎসকেরা জমা দেওয়া রিপোর্টে জানিয়েছেন, শামি এখনও টেস্ট ম্যাচের ধকল নেওয়ার জন্য তৈরি নন। বর্তমানে তিনি আইপিএলে খেলছেন ঠিকই, কিন্তু সেখানে মাত্র চার ওভার বল করতে হচ্ছে। কিন্তু ওপরদিকে টেস্ট ম্যাচে দিনের পর দিন দশ বা তার বেশি ওভার বল করতে হবে, যা শারীরিকভাবে চাপের। নির্বাচকরা ঝুঁকি নিতে চাইছেন না। এই পরিস্থিতিতে তাকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে ফেরেন শামি। তারপর ভারতীয় দলে ফেরার পথেও ছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে কয়েকটি ম্যাচ খেলেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করেন। কিন্তু লাল বলের ক্রিকেটে ফেরাটা আরও সময় নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই অবস্থায় ভারতের পেস আক্রমণে বড়সড় অভিজ্ঞতার ঘাটতি তৈরি হতে পারে। কারণ জসপ্রীত বুমরাহ আগেই জানিয়ে দিয়েছেন, তিনি তিনটির বেশি টেস্ট খেলবেন না। শামিকেও না পাওয়া গেলে পেস ইউনিট কার্যত তরুণ এবং অনভিজ্ঞ বোলারদের উপর নির্ভর করতে হবে।
এদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রথম টেস্ট সিরিজে নতুন নেতৃত্বে মাঠে নামবে ভারত। সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে শুভমন গিলের নাম। এই নিয়ে শনিবার (২৫ মে) ঘোষণা হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের পুরো স্কোয়াড।