পূর্ব মেদিনীপুর: চুরি করার অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ১২ বছরের এক কিশোর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামের ঘটনা। মৃত নাবালকের নাম কৃষ্ণেন্দু। আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে শুভঙ্কর সরকার বলেন, “পরিবার মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। অভিযোগ জানাতে যাওয়ার মতো অবস্থায় নেই তাদের। অথচ, এমন পরিস্থিতিতে পুলিশ চাইলে নিজ উদ্যোগে পদক্ষেপ নিতে পারত। আইসি অফিসার যদি চান, তাহলে নিজে লোক পাঠিয়ে অভিযোগ নিতে পারতেন।”

তিনি আরও বলেন – সন্তান হারিয়ে দিশেহারা পরিবারকে ছেলের পারলৌকিক ক্রিয়াকর্ম পর্যন্ত করতে দেওয়া হয়নি। এই অভিযোগের ভিত্তিতে আমি পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি কে জানিয়েছি। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে—পরিবারের তরফে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে তিনি এখানেই থেমে থাকেননি, পুলিশের ভূমিকা নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ তুলেন, “নাবালকের পরিবারের পাশে যারা দাঁড়াতে চাইছেন, তাঁদের পুলিশ গ্রেফতার করছে। এমনকি পরিবারের কিছু সদস্যদের অকারণে পুলিশ হয়রানির করছে।”