ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবার সরাসরি প্রভাব ফেলল পাকিস্তান সুপার লিগ (PSL)-এ। চলতি মরসুমে একের পর এক বিদেশি খেলোয়াড় পাকিস্তান ছেড়ে ফিরে যাচ্ছেন, আবার অনেকে আর ফেরেননি বলেও খবর। একইসঙ্গে বন্ধ করা হয়েছে DRS ব্যবস্থাও।
মূলত, হকআই ও DRS প্রযুক্তি পরিচালনার জন্য ভারতের ওপরই নির্ভর করে পিএসএল। কিন্তু দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় প্রযুক্তি দলের আর পাকিস্তানে ফেরার সম্ভাবনা নেই। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রযুক্তিগত সুবিধা ছাড়াই খেলা হবে।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে পিএসএল-এর (PSL) প্রতি আগ্রহও কমছে দর্শকদের। ভারতে PSL সম্প্রচারকারী সংস্থা FanCode সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতীয় দর্শকদের বড় একটা অংশ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, যা PSL-এর রিচ ও জনপ্রিয়তাতেও প্রভাব ফেলছে।
উল্লেখ্য, বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলের সঙ্গে যুক্ত হয়ে পড়ায় PSL-এর শেষ পর্বে তাঁদের পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, PSL-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।