পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে ঝুলন্ত মৃ* তদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ সকালে, স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ সিং স্টেশনের দিকে যাওয়ার পথে দেখতে পান, রেল লাইনের পাশের ইলেকট্রিক খুঁটিতে উল্টো দিক করে ঝুলছে এক ব্যক্তির দেহ। গলায় গামছা দিয়ে বাঁধা ছিল ফাঁস। এরপর তিনি দ্রুত ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর জিআরপি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃ* ত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।
এই মৃত্যুর পেছনে আ* ত্মহত্যা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এক ক্লিকে সব খবর Join
এক ক্লিকে সব খবরJoin
এক ক্লিকে সব খবর, সবার আগে Join