ফের রেল দুর্ঘটনা, বজ্রপাত ও ঝড়বৃষ্টির মাঝে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল চলন্ত ট্রেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙার মাঝে, শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে।
সূত্রের খবর, বুধবার (২১/০৫/২০২৫) সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে রেজিনগর স্টেশন অতিক্রম করে বেলডাঙার দিকে যাচ্ছিল শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। ঠিক সেই সময় জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার ওপর আচমকা বজ্রপাত হয় বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাজ পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয় এবং ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। যাত্রীরা প্রথমে বিস্ফোরণ ভেবে আতঙ্কে ট্রেন থেকে নামতে শুরু করেন। একজন যাত্রী ইন্দ্রনীল বিশ্বাস জানান, “ঝড়বৃষ্টির মধ্যে ট্রেন যখন জানপুরের কাছে পৌঁছায়, হঠাৎ বিকট শব্দ হয়। তারপর ট্রেন দাঁড়িয়ে যায়। আমরা জানলা দিয়ে দেখতে পাই মহিলা কামরা সংলগ্ন কম্পার্টমেন্টের ছাদের উপর দাউ দাউ করে আগুন জ্বলছে।”
পরে রেল সুত্রে জানা যায়, একটি গাছের ডাল ভেঙে পড়ে ট্রেনের প্যানটোগ্রাফ ও বৈদ্যুতিক তারে স্পর্শ করে আগুন ধরে যায়। রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রেন চলাচল বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। রাত আটটার পর থেকে রেজিনগর-লালগোলা লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই, তবে বহু যাত্রী ট্রেনেই আটকে রয়েছেন বলে সূত্রের খবর।