অমিত খিলাড়ি, ডেবরা: ফের রেললাইন সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সকালে বালিচকে ডাউন পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের ধাক্কায় প্রা/ণ হারালেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। মৃ/তা/র নাম স্বেতা নায়েক। বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।
ঘটনাটি ঘটেছে বালিচক স্টেশনের অদূরে ভোগপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় দশটা নাগাদ মহিলাকে রেললাইন পার হতে দেখা যায়। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসে ডাউন পুরুলিয়া এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এবং ঘটনাস্থলেই মৃ/ত্যু হয় স্বেতা নায়েকের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রেললাইন পেরোনোর জন্য কোনও রকম সেফটি ব্যারিকেড নেই। প্রতিদিন অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে পার হন রেললাইন, আর তাতেই ঘটছে একের পর এক দুর্ঘটনা।
রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের সচেতন করতে একাধিকবার প্রচার করা হয়েছে। তবুও অনেকেই তা মানছেন না। ফলে এই ধরনের মর্মান্তিক ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।
প্রশ্ন উঠছে, কত প্রা/ণ/হা/নি/র পর হুঁশ ফিরবে সাধারণ মানুষের? আর কত মৃ/ত্যু দেখলে আরও কড়া পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ?