পিংলা: মেয়ের বিয়ের আমন্ত্রণ করতে বেরিয়েছিলেন আত্মীয়-পরিজনদের বাড়ি। আর হাতে ছিল মাত্র এক দিন। বিয়ের আনন্দে ডুবে ছিল গোটা পরিবার। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল চিরস্থায়ী বিষাদে। সোমবার সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পিংলার কুসুমডা গ্রামের বাসিন্দা গৌতম জানার। মৃতের বয়স আনুমানিক ৪৩ বছর।
জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন গৌতমবাবু। লক্ষ্য ছিল মুন্ডুমারী থেকে কৃষ্ণপ্রীয়া। আত্মীয়দের বিয়ের নিমন্ত্রণ পৌঁছে দেওয়ার তাড়াহুড়োয় রওনা দেন একাই। কিন্তু রাস্তায় দুটি ইটবোঝাই মোটর ট্রলিকে ওভারটেক করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।
স্থানীয় সূত্রের খবর, প্রথম ট্রলিটিকে পাশ কাটাতে পারলেও, দ্বিতীয়টি ট্রলিটি ওভারটেক করার সময় তাঁর বাইকের চাকা হঠাৎ রাস্তার মধ্যে থাকা কাদায় স্লিপ করায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খান মোটরটলির গায়ে। এবং ছিটকে পড়ে যান রাস্তার ধারে। মাথায় ও শরীরে গুরুতর চোট পান গৌতম জানা।
স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ঢোকার আগেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে কুসুমদা গ্রামে। বিয়ের সাজে রঙিন হয়ে ওঠার কথা ছিল বাড়ি, সেখানে এখন কান্নার রোল। পাড়া-প্রতিবেশীরা জানান, গৌতম জানা ছিলেন একজন শান্ত, ভদ্র এবং সহৃদয় মানুষ। এভাবে আচমকাই তাঁর প্রয়াণে শুধু পরিবার নয়, শোকস্তব্ধ গোটা গ্রাম।