বিশ্ব শান্তির বার্তা নিয়ে সবং পল্লী উৎসবের শুভ সূচনা—প্রদীপ জ্বালিয়ে সূচনা করলেন সবং ওসি চঞ্চল সিংহ

ভেমুয়ার খোড়াই হাইস্কুল মাঠে জমকালো আয়োজন, ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলবে উৎসব। শান্তির বার্তা ছড়িয়ে, ঐক্যের সুরে বাঁধা পড়ল পশ্চিম মেদিনীপুরের সবং। ভেমুয়া অঞ্চলের খোড়াই হাইস্কুল মাঠে সূচনা হল বিশ্ব শান্তি সবং পল্লী উৎসবের। শনিবার (৪ মে) প্রদীপ প্রজ্জ্বলন ও প্রতীকী দুই পাইরা পাখি উড়িয়ে এই উৎসবের শুভ সূচনা করেন সবং থানার ওসি চঞ্চল সিংহ। শুরুতেই মঞ্চে ধ্বনিত হয় ‘বন্দে মাতরম’—যেন এক নতুন আশার বার্তা।

শান্তির বার্তা থেকে পল্লী সংস্কৃতির উদযাপন

এই পল্লী উৎসবের মূল উদ্দেশ্য—গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং সবং অঞ্চলের মানুষের মিলনক্ষেত্র তৈরি করা। পাশাপাশি বিশ্ব শান্তির বার্তাও ছড়িয়ে দেওয়া। এই উৎসব শুধুই গান, নাচ বা অনুষ্ঠান নয়—এ এক সামাজিক সংহতির প্রতীক।

সাংস্কৃতিক আনন্দের পাঁচ দিন

এই উৎসব চলবে ৮ই মে পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে—লোকনৃত্য, নাটক, রবীন্দ্রসংগীত, কবিগান, আধুনিক গান, এবং আরও অনেক কিছু। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সাংস্কৃতিক দলগুলি এই আয়োজনে অংশ নিচ্ছে।

স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

উৎসবের প্রথম দিন থেকেই দর্শকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে খোড়াই হাইস্কুল মাঠ। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষ এসেছেন এই সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে। স্থানীয়দের মতে, এমন উৎসব শুধু বিনোদনই নয়, মানুষকে একসাথে নিয়ে চলার শক্তি দেয়।

পুলিশ প্রশাসনের মানবিক উদ্যোগ

উৎসবের শুভ সূচনা করেন সবং থানার ওসি চঞ্চল সিংহ, যাঁর উপস্থিতি প্রমাণ করে—পুলিশ শুধু আইনরক্ষক নয়, সমাজের সঙ্গে সংযুক্ত এক গুরুত্বপূর্ণ অংশও। তাঁর এই উপস্থিতি স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার এনেছে।

বিশ্ব শান্তির বার্তা নিয়ে এমন এক পল্লী উৎসব নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সবংয়ের মাটিতে শান্তি, সংস্কৃতি ও সৌহার্দ্যের মেলবন্ধনে গড়ে উঠুক আরও অনেক এমন আয়োজন। এই উৎসব যেন রূপ নেয় এক অনন্য ঐতিহ্যে—যেখানে মানুষ, সংস্কৃতি ও শান্তি মিলেমিশে একাকার।

এক ক্লিকে সব খবরJoin
এক ক্লিকে সব খবর, সবার আগে Join
এক ক্লিকে সব খবর Join
WhatsApp Channel Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমদের ফলো করুন

170,000FansLike
10,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ

Paschim Medinipur: বিয়ের একদিন পরেই নববধূর মৃ*ত্যু ঘিরে যান চলো ছড়ালো সবংয়ে

অমিত খিলাড়ি,সবং: জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার...

খড়্গপুর শহরে বিশাল হাতির দল! শহরজুড়ে চাঞ্চল্য তৎপর বনদপ্তর

খড়্গপুর, মেদিনীপুর শহরের উপকণ্ঠে খয়েরুল্লাচক সংলগ্ন কুঁয়াবুড়ি ও দেলুয়া...

আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটালে ছাত্রী পড়ে যাওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কাঁথি, পূর্ব মেদিনীপুর: রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন...

DA মামলায় কোটি টাকা পারিশ্রমিক মনু সিংভিকে? RTI করে চাপে নবান্ন!

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের কর্মীদের DA (ডিএ) বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম...
WhatsApp