খড়গপুর: খড়গপুর আইআইটির মদনমোহন মালব্য হলে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল রাতে ওই হলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। মৃ* ত ছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার। তিনি আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি বিহারের সিহর জেলায়।
জানা গেছে, গতকাল রাতে আসিফের বন্ধুরা অনেক ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি আইআইটির নিরাপত্তা রক্ষীদের জানান। এরপর নিরাপত্তা কর্মীরা খড়গপুর টাউন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং ঝুলন্ত অবস্থায় আসিফের মৃ* তদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, মৃ* তদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মৃত্যুর পেছনে আ* ত্মহত্যা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। আইআইটি ক্যাম্পাসে এই ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই অস্বাভাবিক মৃ* ত্যুর ঘটনায় ছাত্রমহলে ছড়িয়েছে উদ্বেগ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্তের দিকেই নজর আপাতত।