এ দিকে রাজ্যে তাপমাত্রা লাগাতার বেড়েই চলেছে। আর বর্ষা এখনও নাগালের বাইরে। ফলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে রাজ্য সরকার গরমের ছুটি আরও কিছু দিন বাড়াতে পারে বলে সূত্রের খবর।
আরো পড়ুন: SSC নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা ‘‘চাকরি খেতে চাই না কারও’’, শিগগিরিই নতুন নিয়োগ
গোপন সূত্রে খবর আগামী ২ জুন থেকে স্কুল খোলার কথা, কিন্তু রাজ্য সরকার আরও ৭ দিনের জন্য গরমের ছুটি বাড়ানোর কথাভাবছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শিক্ষা দফতর- স্বাস্থ্য দফতর এবং আবহাওয়া দফতরের সঙ্গে একাধিক বার বৈঠক করেছে।
তবে এখনও পর্যন্ত কোন রকম অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সূত্রের খবর রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিভাবক এবং শিক্ষক মহলে এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। অনেকেই চাইছেন, তাপপ্রবাহ না কমা পর্যন্ত ছুটি জারি থাকুক। বেসরকারি বেশ কিছু স্কুল ইতিমধ্যেই নিজেদের মতো করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
Fake news
Rainy season has started
ᴠᴇʀʏ ꜱᴀᴅ. ᴛʜᴇ ɢᴏᴠᴇʀɴᴍᴇɴᴛ ᴡᴀɴᴛꜱ ᴛᴏ ᴋɪʟʟ ᴛʜᴇ ᴇᴅᴜᴄᴀᴛɪᴏɴ ꜱʏꜱᴛᴇᴍ. ᴛʜᴇ ꜱᴛᴀᴛᴇ ʜᴀꜱ ʟᴏꜱᴛ ɪᴛꜱ ᴡᴇʟꜰᴀʀᴇ ᴍᴏᴅᴇ. ᴩʀᴇᴄᴀʀɪᴏᴜꜱ.
ভুল খবর ছড়িয়ে কি পান আপনারা? ২রা জুন খুলছে। এটাই সত্যি। কোনো আলোচনা হয়নি কোথাও। বর্ষা শুরু হয়েছে। এবার যদি বলেন বর্ষার জন্য ছুটি দিতে হবে, তাহলে বলুন ওনাকে। উনি শিক্ষাব্যবস্থা লাটে তুলতে সেটাও করে দেবেন।
good desision to government