নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মনোবল, অধ্যবসায় আর সাহস—এই তিনে ভর করেই এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন তমলুকের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের এই কনস্টেবল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। দেশের গর্ব হয়ে ওঠা লক্ষ্মীকান্ত এখন কলকাতা পুলিশের নগরপালের দেহরক্ষী হিসেবেও কর্মরত।
এই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় গীতা সামোতা, তেনজিং শেরপা (গেলবা) এবং লাকপা শেরপা। অভিযানের পরিকল্পনা ও নেতৃত্ব ছিল ‘Pioneer Adventure’ সংস্থার হাতে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছিল তাঁদের এই পর্বতারোহণ যাত্রা। লক্ষ্মীকান্তর এই ঐতিহাসিক সাফল্যের খবরে আনন্দে ভাসছে তাঁর জন্মভূমি পূর্ব মেদিনীপুরের মথুরি গ্রাম। তমলুক থানার অন্তর্গত এই ছোট্ট গ্রামে এখন একটাই আলোচনার বিষয়—”আমাদের লক্ষ্মীকান্তর এভারেস্ট জয়!”

তাঁর বাবা-মাকে তৎক্ষণাৎ সংবর্ধনা জানায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আবজল আবরার ও তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ। ফুল, মিষ্টি আর উষ্ণ শুভেচ্ছায় ভরিয়ে তোলা হয় লক্ষ্মীকান্তর পরিবারকে। গ্রামবাসীরা বলছেন, “ওর সাফল্য আমাদের অনুপ্রেরণা। আমাদের গ্রামের নাম এখন সারা দেশের মানুষ জানছে।”
