কলকাতা/শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তিন সপ্তাহ পর এবার পরিস্থিতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে যাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সফর শুরু হচ্ছে ২১ মে, চলবে ২৩ মে পর্যন্ত। সোমবার রাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল X হ্যান্ডল থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সফরে যাচ্ছেন শ্রীনগর, পুঞ্চ ও রাজৌর
কারা রয়েছেন প্রতিনিধিদলে?
- তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (নেতৃত্বে)
- সাংসদ নাদিমুল হক
- সাংসদ ও সাংবাদিক সাগরিকা ঘোষ
- লোকসভার সাংসদ মমতা ঠাকুর
- পশ্চিমবঙ্গের মন্ত্রী ও সবং বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া
সীমান্তবর্তী এলাকাগুলিতে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানো এবং উপত্যকার সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখাই এই সফরের মূল লক্ষ্য। তৃণমূল সূত্রে খবর, সফর শেষে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করবে প্রতিনিধি দলটি। পহেলগাঁও হামলার জেরে জম্মু ও কাশ্মীরের পর্যটনশিল্পে বড়সড় ধাক্কা লেগেছে। উপত্যকার অর্থনীতি ও জনজীবনে তার প্রভাব স্পষ্ট। এই পরিস্থিতিতে মানুষের মনোভাব, নিরাপত্তার পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশ বুঝতে মাঠে নামছে তৃণমূলের প্রতিনিধি দল।
তৃণমূল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে সফর চলাকালীন বা তার আগে কোনও প্রতিনিধিকে প্রকাশ্যে মন্তব্য না করতে বলা হয়েছে। ফলে, সফর নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি দলের কোনও সদস্য। সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে চালিয়েছে ‘অপারেশন সিঁদুর’। তার পর থেকেই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। উপত্যকার মানুষ কতটা নিরাপদ বোধ করছেন, জীবনযাত্রা কেমন—তা সরেজমিনে দেখতে যাচ্ছে এই প্রতিনিধি দল।